শহর কলকাতায় (Kolkata) অ্যাপ ক্যাব সমস্যা মেটাতে এবার উদ্যোগ নিল পরিবহন দফতর (Transport Department)। আপ ক্যাবের (app Cab) কারণে যাত্রী হয়রানীর সমস্যা নিয়ে এবার ক্যাব চালক ও বাণিজ্যিক ট্যাক্সি মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে পরিবহন দফতর। আগামী মঙ্গলবার বিকেলে ময়দান টেন্টে বৈঠকে বসবেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
ওই বৈঠকে ডাকা হয়েছে, অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ড, জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন, কলকাতা অ্যাপ ক্যাব অপারেটার্স ফোরাম, ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রোড ট্রান্সপোর্ট ওয়ার্কাস, কলকাতার ওলা, উবর অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন এবং অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়াকার্স ফেডারেশনকে।
আরও পড়ুন - তৃণমূলের মহিলা কর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত প্রাক্তন ফুটবলার
যে বৈঠকে মূলত অ্যাপ ক্যাব নিয়ে যাত্রীরা কী কী সমস্যার ভুক্তভোগী হচ্ছেন, তাঁদের অভিযোগ নিয়ে আলোচনা করা হবে। এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এছাড়াও রাজ্য সরকারের নীতি মানছে না ওলা, উবারের মতো সংস্থা তা নিয়েও আলোচনা করা হবে।