প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সফরের ২৪ ঘণ্টা আগে চলল মহড়া। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ হাওড়া সেতুর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ, স্পেশাল প্রোটেকশন গ্রুপ সহ অন্যান্য নিরাপত্তারক্ষীরাও ছিল। রাখা হয়েছিল অ্য়াম্বুলেন্স ও দমকলও।
শুক্রবার সকাল ১১টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনে হাওড়া স্টেশনে (Howrah Station) যাবেন প্রধানমন্ত্রী। ১১টা ৪৫ মিনিটে হাওড়া থেকে চলে যাবেন। দমদম বিমানবন্দর থেকে রেস কোর্সে হেলিকপ্টারে আসবেন প্রধানমন্ত্রী। এরপর হাওড়া সেতু, বঙ্কিম সেতু হয়ে নিউ কমপ্লেক্সে যাবে প্রধানমন্ত্রীর কনভয়। শুক্রবার যাতে কোনও রকম অসুবিধা না হয়, তা খতিয়ে দেখলেন নিরাপত্তারক্ষীরা।
আরও পড়ুন: সামনেই বর্ষবরণ! মহিলাদের টেক্কা দিতে রইল পুরুষদের সাজের টিপস
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা হাওড়া স্টেশনে। পাশাপাশি স্টেশনও সাজানো হয়েছে। বুধবার রাত ১২টার পর থেকে হাওড়া স্টেশনের ২১,২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার দুপুর ২টো থেকে স্বাভাবিক হবে ওই তিন প্ল্যাটফর্ম।