বিজেপির নবান্ন অভিযানের ভিড়ে মিশে ছিল তৃণমূল কর্মীরা। তাঁরাই পুলিশের দিকে পাথর ছুড়েছে। আর এই গোটা কাজটাই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে ঘটে যাওয়া হিংসার ঘটনার এমনটাই ব্যাখ্যা দিলেন বিজেপির আইটি শাখার সর্বভারতীয় প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য।
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে এদিন দুপুরে ধুন্ধুমার পরিস্থিতি হয় সাঁতরাগাছিতে। প্রথমে বিজেপি কর্মীদের পুলিশের বাধা দেয়, এরপর শুরু হয় পুলিশ-বিজেপি কর্মীদের বচসা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি নেতা-কর্মীরা । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ । মিছিল রুখতে পুলিশের তরফে পাল্টা জলকামান ছোড়া হয় । কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি। এছাড়াও পুলিশের দিকে পাথর ছোড়া থেকে শুরু করে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের উপরে। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এবার এই দফায় দফায় হিংসার ঘটনাকে কেন্দ্র করে শুরু হল শাসক-বিরোধী তরজা।
এদিন সংবাদমাধ্যমের একটি ভিডিয়ো পোস্ট করেন অমিত মালব্য। যেখানে দেখা যাচ্ছে রাস্তার পাশে একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর তার একটু দূর থেকে পাথর ছুড়ছেন একটি যুবক। আর ভিডিয়োর স্বপক্ষে তিনি বলেন, বিজেপিকে দোষ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ক্যাডারদের পাঠিয়েছেন পুলিশের দিকে পাথর ছুড়তে। যদিও তাঁর এই দাবি উড়িয়ে দিয়েছে শাসক শিবির। তাদের দাবি, নিজেদের নবান্ন অভিযানের ব্যর্থতা ঢাকতেই সরকারের উপরে দোষ চাপাচ্ছে তাঁরা।