রাজ্য থেকে তৃণমূলকে হটাতে তাঁর মুখে ছিল রাম-বাম জোটের ইঙ্গিত। কেন্দ্রীয় লাইনের বাইরে গিয়েও এই ব্যাপারে বারবার সওয়াল করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রবিবার বাম যুব সংগঠনের ব্রিগেডের জন সমাবেশ নিয়ে উল্টো সুর তাঁর মুখে। শুভেন্দু জানিয়েছেন, বঙ্গে মীনাক্ষিরা তৃণমূলের সমালোচনা করবেন। আর জাতীয় স্তরে তাঁদের কেন্দ্রীয় নেতারা তৃণমূলের পাশে গিয়ে বসবেন।
বাম সম্পর্কে শুভেন্দুর এই মন্তব্যের দিনে তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু সমালোচনার সুরই বজায় রেখেছেন। তিনি জানিয়েছেন, ২০২১ সালেও ব্রিগেডে বিশাল সমাবেশ করেছিলেন বাম নেতারা। কিন্তু বিধানসভায় তাঁদের প্রাপ্তি ছিল শূন্য। কারণ, ওই বিধানসভায় সিপিএমই বিজেপিকে ভোট দিয়েছিল। ফলে বামেদের ব্রিগেড নতুন কিছু নয় বলেই দাবি কুণালের।
তবে, রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটের আগে রবিবাসীয় ব্রিগেড বামেদের শক্তি পরীক্ষা। বিশেষ করে গত ৫০দিন কোচবিহার থেকে কলকাতা যে ইনসাফ যাত্রায় বামেদের যুব সংগঠন ফের গতি পেয়েছে, তার সমাপ্তিতে মীনাক্ষির বার্তার অপেক্ষায় এখন সব মহল।