অনেক দূরে ২০২৬। তার আগে রাজ্যের চার উপ-নির্বাচনের বিধানসভার স্কোরকার্ড বদলে দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবারের গণনায় যা ইঙ্গিত, তাতে চারটি আসনেই জিততে চলেছে তৃণমূল। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম রায়গঞ্জ বিধানসভা নিজেদের কব্জায় করতে চলেছে বাংলার শাসক দল। পাশাপাশি দুই মথুয়া ঘাঁটিতে ফুটতে চলেছে ঘাস-ফুল। উল্লেখ্য, গত বিধানসভায় এই চার কেন্দ্রের মধ্যে তিনটি জিতেছিল বিজেপি। উপ-নির্বাচনের ফলে এবার শূন্য পদ্ম শিবির।
এদিন গণনার শুরু থেকেই কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে লিড নিতে শুরু করেন তৃণমূলের প্রার্থীরা। বেলা বাড়ার সঙ্গেই তাঁদের লিডও আরও বাড়তে থাকে। গণনার ইঙ্গিত দেখে রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণীর সমর্থকরা বিজয় মিছিল বার করেন।
গত লোকসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দুটি আসনে হেরেছিল তৃণমূল। কিন্তু এবার বিধানসভার উপ-ভোটে এই দুটি কেন্দ্রে বিশাল মার্জিনে এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূলের কৃষ্ণকল্যাণী এবং মুকুটমণি অধিকারী। প্রায় ২০ হাজার ভোটে মানিকতলায় এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে। তবে চমক বাগদায়। রাউন্ডের সঙ্গেই বাড়ছে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের লিড। সেখানেও তৃণমূল এগিয়ে প্রায় ২০ হাজার ভোটে।
রাজনৈতিক মহলের মতে, ইঙ্গিত যা তাতে রাজ্য বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মধুপর্ণা। যাঁকে এবারের ভোটে দাঁড় করিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।