তৃণমূলে আর তারা নন কুণাল ঘোষ। তাতে তাঁর কোন আফসোশ নেই বলেই পাল্টা প্রতিক্রিয়ায় জানান তৃণমূল নেতা। বুধবার, রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়েছিল কুণাল ঘোষকে। ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকেও সরিয়ে দেওয়া হল। প্রতিক্রিয়া কুণাল ঘোষ জানিয়েছেন, ভালই হল গরমে তাঁকে আর প্রচার করতে হবে না।
যদিও এই প্রতিক্রিয়া পরেই কর্মীদের পাশে পেয়ে এদিন কেঁদে ফেলেন কুণাল ঘোষ। দাবি করেন পদে নয়, পথে আছেন। বুধবার রাজ্য সম্পাদকের পথ হারানোর পরেই চাকরি দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছিলেন, দলের কিছু মানুষ এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন।
এর পাশাপাশি, বৃহস্পতিবার দিনভর তৃণমূল সম্পর্কে নানাবিধ অভিযোগ শোনা যায় কুণালের গলা থেকে। এদিকে, রাজ্য সম্পাদকের পদ থেকে কুণালকে সরানোর পিছনে তৃণমূল শীর্ষ সায় ছিল বলে দলের একাংশ থেকে দাবি করা হয়েছে।