অবশেষে সন্ধি। সোমবার রাতে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে এসে এমনটাই ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আপাতত সেই তিক্ততা মিটল ফিশফ্রাই, জলভরা সন্দেশ, নাড়ু আর চায়ে। এদিন কুণাল ঘোষ জানালেন, পরিবার একটাই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুল বোঝাবুঝি ছিল, আলোচনা হয়েছে।
এর আগে পর্যন্ত সব কিছুই দেখেছে বঙ্গ রাজনীতি। গত শুক্রবার থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল, তার যবনিকা পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন সকালেই কুণাল ঘোষকে শো-কজের চিঠি পাঠানো হয়েছিল। বিকেলে তাঁকে ফোন করে বাড়িতে আমন্ত্রণ জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এর মধ্যেই অবশ্য সুদীপের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল ছেড়ে দিলেন তাপস রায়। যাওয়ার আগে জানিয়ে গেলেন, তৃণমূল তাঁর জন্য নয়। অভিমান করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও।