গত বিধানসভার পর এবার পঞ্চায়েত ভোট। ফের গড় হাতছাড়া আরাবুল ইসলামের। পঞ্চায়েতের যা ফল তাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট দু নম্বর ব্লকের পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের। এখানে জোট তৈরি করেছিল আইএসএফ এবং জমি কমিটি। ১২ আসনের মধ্যে জোট জিতেছে ১১ আসনে। প্রতিক্রিয়ায় আরাবুল জানিয়েছেন, তিনি আগেই বুঝে গিয়েছিলেন পোলেরহাট হাতের বাইরে চলে যাচ্ছে।
রাজ্যের পঞ্চায়েতের মননোয়ন থেকেই সবার নজরে ভাঙড়। মূলত মননোয়নে হিংসার জেরেই আদালতে কেন্দ্রীয় বাহিনী আনার ব্যাপারে বিরোধীদের দাবি মজবুত হয়েছিল। তবে পোলেরহাটে একটি ব্লক ছাড়া আর বাকি কোথাও বিশেষ সুবিধা করতে পারেনি আইএসএফ। তৃণমূল নেতা আরাবুল ইসলাম জানিয়েছেন, এই একটা জায়গা ছাড়া, তাঁরা ভাঙড়ের বাকি এলাকায় জিতেছেন।
রাজনৈতিক মহলের মতে, প্রথম শওকত-আরাবুল। তারপর, শওকতের সঙ্গে সব্যসাচী দত্তকে কাজে লাগিয়ে ভাঙড়ে নিজেদের পালে হাওয়া টানতে চেয়েছিল রাজ্যের শাসক দল। আরাবুলের দাবি মত, ভাঙড়ের এক এবং দু নম্বর ব্লকে বিরোধীদের থেকে এগিয়েই আছে তৃণমূল কংগ্রেস।