বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। অবিলম্বে দেশ থেকে রাজনৈতিক ভাবে বিজেপিকে বিদায় দিতে হবে। ধর্মতলার শহিদ মঞ্চ থেকে এই ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তিনি জানিয়েছেন, লোকসভার ভোটে ইন্ডিয়া জিতবে আর বিজেপি হারবে। কারণ, ইন্ডিয়া চেয়ারের কেয়ার করে না। তাঁর দাবি, রাজনৈতিক ভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ইন্ডিয়া। তাঁর মতে, অনেকবার তৃণমূলকে শেষ করার চেষ্টা করেছে বিজেপি। তারা পারেনি। ইন্ডিয়াকেও শেষ করতে পারবে না।
আরও পড়ুন : গান্ধিজয়ন্তীতে দিল্লি চলোর ডাক, ধর্মতলা থেকে ঘোষণা অভিষেকের
কী হবে আগামী লোকসভা ভোটের কৌশল ? কী বার্তা দেবেন ইন্ডিয়া-র অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই সেই আগ্রহ ছিল দিল্লি থেকে সর্বত্র। ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে সব লড়াই হবে ইন্ডিয়ার ব্যানারে। কারণ, ২০২৪ সালের লোকসভা ভারতের একটা লক্ষ্য দিল্লি থেকে বিজেপিকে হারানো।
এদিন তিনি জানান, বাংলা থেকে তৃণমূলকে হারাতে অনেক চেষ্টাই করেছে বিজেপি। কিন্তু পারেনি। কারণ, তৃণমূল একটি শক্তিশালী রাজনৈতিক দল। আবার কাল-পরশু থেকে ফের কেন্দ্রীয় এজেন্সিকে পিছনে লাগিয়ে দেওয়া হবে বলেও এদিন অভিযোগ করেন তৃণমূল নেত্রী।