আবাস থেকে ১০০ দিনের টাকা। গত কয়েক মাস ধরে কেন্দ্রের সঙ্গে একাধিক ইস্যুতে সংঘাত চলছে রাজ্যের। রাজনৈতিক মহলের দাবি, এই তালিকায় নতুন সংযোজন এবার বিচার ব্যবস্থা। মঙ্গলবার মেঘালয় যাওয়ার আগে এই ইস্যুতে কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিচার ব্যবস্থায় কেন্দ্রের কোনও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তিনি জানান, বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীনতা চান। বিচারবিভাগ তাঁদের কাছে মন্দির-মসজিদের মতোই পবিত্র।
বুধবার মেঘালয়ে বিধানসভা ভোটের প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে গোটা প্রশাসনকে একটা প্রহসনে পরিণত করেছে কেন্দ্রে। এই পরিস্থিতিতে তিনি বিচার ব্যবস্থায় স্বাধীনতা চান। তাঁর অভিযোগ, বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক রং দেখা হচ্ছে। বিজেপিকে সমর্থন করলেই ভাল আদালতে পোস্টিং। এদিন এই অভিযোগও করেন তৃণমূল নেত্রী।
সম্প্রতি কলকাতা হাই কোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। সেই বিক্ষোভ নিয়ে সোমবারই কলকাতায় ঘুরে গিয়েছে ভারতীয় বার কাউন্সিলের প্রতিনিধিরা। তা নিয়েও এদিন অবশ্য কোনও মন্তব্য করেননি তিনি।