হাজরা থেকে শুরু হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল। মিছিলের শুরু থেকেই তৃণমূল নেত্রীর সঙ্গে হাঁটছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর আগে, শহরের বেশ কয়েকটি মন্দিরে যান মমতা। যার মধ্যে উল্লেখযোগ্য কালীঘাটের মন্দির। সেখানে পুজো দেন তিনি। মিষ্টি, লাল শাড়ি দিয়ে মায়ের আরাধনা করলেন তিনি। করলেন আরতি।
এদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ভারতের আত্মা রাম। তারপরেই কলকাতায় তৃণমূল নেত্রীর নেতৃত্বে সংহতি মিছিল। যে মিছিলে রয়েছে ধর্মগুরুরাও। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলের দাবি, এটাই মমতার প্রথম পদযাত্রা। এই পদযাত্রা শেষ হবে পার্ক সার্কাসে। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে তা পার্ক সার্কাস যাবে।
এই মিছিলে নেত্রীর সঙ্গেই হাঁটছেন, বাবুল সুপ্রিয়, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন, শান্তনু সেনরা। পার্ক সার্কাস যাওয়ার আগে স্থানীয় এক গির্জাতেও যেতে পারেন তৃণমূল নেত্রী।