যে টুকু প্রশ্ন করা হয়েছিল, সেই টুকু উত্তর দিয়েছেন। বক্তা নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সিবিআই জেরার পর তিনি জানিয়েছেন, তাঁর বাড়িতে কিছুই পাওয়া যায়নি। তাই তাঁকে ডেকে এনে যে টুকু প্রশ্ন করা হয়েছিল, সেই টুকুই উত্তর দিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দিন কয়েক আগে তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল সিবিআই। সোমবারই বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছিল।
কেন্দ্রীয় সংস্থার আধিকারীকদের দাবি, বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়াল তাঁদের জানিয়েছেন, তিনি তাপসের নির্দেশেই বাজার থেকে টাকা তুলতেন। সেইমতো কয়েক দফায় প্রবীরের অ্যাকাউন্টে জমা পড়েছিল ৪২ লক্ষ টাকা। এই ব্যাপারে তাপস সাহার ছেলেকেও জেরা করেছেন সিবিআই আধিকারীকরা।
সম্প্রতি তাপসের তেহট্টের বাড়ি এবং প্রবীর-সহ তাপস-ঘনিষ্ঠ কয়েক জন তৃণমূল নেতানেত্রীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাদের দাবি, সেই সব জায়গা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, সাগ্নিকের অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে।