তাঁর শর্তই ছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার প্রতিশ্রুতি দিলেই তিনি নির্বাচনে লড়াই করবেন। তাঁর কথা মেনেই ঘাটালের এই প্রকল্প বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য। কথা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ঘাটাল থেকে তৃতীয়বার সাংসদ নির্বাচিত হয়েই সেই কাজ ফের শুরু করলেন দেব। বুধবার রাজ্যের সেচমন্ত্রী ও বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠক করলেন দেব। বৈঠকের পর দেবের দাবি, খুব দ্রুতই শুরু হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ।
নিয়ম অনুযায়ী সাংসদ পদে শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যের সেচমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যেতে পারবেন পার্থ ভৌমিক। সেই মতো এদিন সেচ দফতরে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন ঘাটালের সাংসদ দেব। ওই বৈঠকে হাজির ছিলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও। নিজের ফেসবুকে দেব লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। খুব শীঘ্রই ঘাটাল মাস্টারকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজ প্রশাসনিক সভা হল। ঘাটালের মানুষের সহযোগিতা নিয়ে এই প্রকল্পটি শীঘ্রই শুরু হবে।
এবার নির্বাচনের মুখে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন দেব। পরবর্তী সময় তাঁকে রাজি করান খোদ তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে দেবের জন্য রোড শো করতেও দেখা গিয়েছে অভিষেককে। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে মার্জিন বাড়িয়েই ঘাটাল থেকে হ্যাটট্রিক করেছেন তৃণমূলের সাংসদ।