ডিমে-ভাতে বাঙালি। আর সেই মেনু দু বছর পর ফিরছে একুশে জুলাইয়ের জনসভায়। কলকাতার বেশ কয়েকটি জায়গায় এখন তারই তোরজোড় চলছে। যাঁরা শহরের বাইরে থেকে এসে জনসভায় যোগ দেবেন, তাঁদের জন্য়ই তৈরি করা হচ্ছে ডিমের ঝোল আর ভাত। তাই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে গীতাঞ্জলী স্টেডিয়াম, সব জায়গায় এখন ব্যস্ততা তুঙ্গে।
হাওড়া-শিয়ালদহ দিয়ে ইতিমধ্যেই তৃণমূলের বহু কর্মী সমর্থক কলকাতায় এসেছেন। ভিন্ন ভিন্ন জায়গায় তাঁদের রাখার ব্যবস্থা করা হয়েছে। সবার জন্য কিন্তু মেনু একই। ডিম আর ভাত। সঙ্গে পাওয়া যাচ্ছে আলু-কুমড়োর তরকারি। তাই যত সময় যাচ্ছে, শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়৷
সময়, দিন বাড়ার সঙ্গেই বাড়ছে ডিমের সংখ্য়া। আর কলকাতায় এসে তাই তৃপ্তি করে দু' বেলা খাচ্ছেন পুরুলিয়া, কোচবিহারের মতো জেলা থেকে আসা নেতা কর্মীরা৷ ঘুরিয়ে ফিরিয়ে নেতা কর্মীদের থাকা, খাওয়া সবকিছুর তদারকি করে যাচ্ছেন সুব্রত বক্সী, তাপস রায়, দেবাশিস কুমারের মতো দলের প্রথম সারির নেতারা৷