কলকাতার বেসরকারি স্কুলের নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা শোনাল আলিপুর পকসো আদালত। দুই দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত , পাশাপাশি করা হয়েছে ৫০ হাজার টাকার জরিমানা। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস জেল হবে। পকসো আদালতের বিচারপতি মানসরঞ্জন সান্যাল এই সাজা শোনান। সরকারের পক্ষ থেকে নির্যাতিতাকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা।
IPL 2023: পুরুষদের আইপিএল!। সঞ্চালনার দায়িত্বে মহিলা একাদশ, চিনে রাখুন ওঁদের
আলিপুরের একটি স্কুলে বছর চারের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শারীরশিক্ষার দুই শিক্ষকের বিরুদ্ধে। স্কুল ছুটির পর বাথরুমে ছাত্রীদের নির্যাতন করার অভিযোগ ছিল। ২০১৭ এর এই ঘটনায় যাদবপুর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। অবশেষে মিলল বিচার।