Carnival 2024 : উৎসব থেকে দ্রোহ, কলকাতা আজ কার্নিভালময়, দুপুরে নজর সুপ্রিম কোর্টে

Updated : Oct 15, 2024 09:36
|
Editorji News Desk

রাজপথে আজ দুই কার্নিভাল। মঙ্গলবার রেড রোডে হবে রাজ্য সরকারের উদ্যোগে উৎসবের কার্নিভাল। একইদিনে, রানি রাসমনি রোডে দ্রোহের কার্নিভাল করবেন আরজি করের ঘটনার প্রতিবাদে সিনিয়র ডাক্তারদের সংগঠন। এসবের মধ্যে রাজভবন থেকে বেরিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ দেবাশিস হালদার জানিয়েছেন, তাঁরা কোনও কার্নিভালে নেই। এমনকী, কার্নিভাল ভেস্তেও দিতে চান না। তাঁর আশঙ্কা কার্নিভালে যোগ দিলে তাঁদের উপর আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই, প্রতিবাদ হিসাবে তাঁরা মানববন্ধনকে বেছে নিয়েছেন। তবে সেই মানববন্ধন কোন দিকে যাবে, তা নির্দিষ্ট করে জানাননি দেবাশিস। 

রাজ্য বনাম ডাক্তারদের এই টানাপোড়েনে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবার রাজ্যের কার্নিভাল বয়কটের ডাক দিয়েছেন। প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কলেজস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত রাজনৈতিক পতাকার বদলে জাতীয় পতাকা নিয়ে মিছিলের ডাক দিয়েছেন। এসবের মধ্যে দুপুর দুটো থেকে সবার নজর থাকতে পারে সুপ্রিম কোর্টের দিকে। এদিনই ফের হতে চলেছে আরজি কর শুনানি। 

সোমবার স্বাস্থ্য ভবনে বৈঠকে যোগ দিতে গিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তাঁদের কার্নিভালে যোগ দিতে আমন্ত্রণ জানিয়ে এসেছেন সিনিয়র ডাক্তারদের সংগঠন। এর কিছুক্ষণের মধ্যেই রানি রাসমনি রোডে তাদের প্রস্তাবিত কার্নিভালের অনুমতি বাতিল করে দিয়েছে কলকাতা পুলিশ। এদিন লালবাজার সূত্রে জানানো হয়েছে, এর আগে কলকাতা হাই কোর্টের নির্দেশকে উল্লেখ করে সিনিয়র ডাক্তারদের ইমেল করেছিলেন মুখ্যসচিব। যেখানে স্পষ্ট বিজয়ার কার্নিভালের ২০০ মিটারের মধ্যে অন্য কোনও মিছিল করা যাবে না। যদিও পুলিশের এই বিবৃতির পরেও সিনিয়র ডাক্তারদের সংগঠন এদিনের কার্নিভাল করার ব্যাপারে অনড়। 

তবে কার্নিভাল নিয়ে অন্য সুর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারের। সিবিআই অনাস্থা নিয়ে রাজভবনে স্মারকলিপি জমা দেওয়ার পর দেবাশিস জানিয়েছেন, রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল ভেস্তে দেওয়ার কোনও অভিপ্রায় তাঁদের নেই। ধর্মতলা থেকে তাঁরা মানববন্ধন করবেন। কিন্তু তা কোথায় শেষ হবে, পরে জানিয়ে দেওয়া হবে। 

এই অবস্থায় রাজ্যে স্বাস্থ্য জট ছাড়াতে এবার সরকারকে চিঠি দিল বামফ্রন্ট। সেখানে মুখ্যমন্ত্রীকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা বসার অনুরোধ জানানো হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে, জুনিয়র ডাক্তারদের অনশনের জেরে আরও বিপাক বাড়ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায়। তাই এটা দ্রুত মীমাংসার প্রয়োজন রয়েছে। 

Carnival

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি