এক ফ্ল্যাট থেকে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হরিদেবপুরে। ওই ব্যক্তির নাম রবীন্দ্রকুমার চৌরাসিয়া বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত মহিলার পরিচয় জানা যায়নি এখনও। পুলিশ সুত্রে খবর, মহিলাকে গলা টিপে খুনের পর আত্মঘাতী হন ওই ব্যক্তি। এর পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্কের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হরিদেবপুর থানা।
জানা গিয়েছে, বেহালার বাসিন্দা রবীন্দ্রকুমারের হরিদেবপুর চাঁদের ভিলেজে আরও একটি ফ্ল্যাট আছে। বুধবার সন্ধ্যা থেকেই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। ফলে রাতে স্ত্রী ওই ব্যক্তির এক বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে খুঁজতে বের হন রবীন্দ্রবাবুকে। এরপর ওই ফ্ল্যাটে আসতেই তাঁরা দেখেন, সিলিং ফ্যান থেকে রবীন্দ্রকুমার ঝুলছেন। তবে ওই মহিলার সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি রবীন্দ্রকুমারের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।