মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে আরও দুই শিশুর মৃত্যু। একজনের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। অন্যজন নদিয়ার কল্যাণীর বাসিন্দা। শনিবার রাতে বিসি রায় শিশু হাসপাতালে ন মাসের শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজে প্রাণ হারিয়েছে আরও একজন। হাওড়ার মৃত শিশুর পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেটে অ্যাডোনাভাইরাসের কথা উল্লেখ করা হয়েছে। তবে দ্বিতীয় জনের মৃত্যু এই একই কারণে কীনা, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, এই মাসের গোড়ায় প্রথম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরের ওই ছোট্ট শিশু। তার জ্বর ভাল হয়ে যায়। কিন্তু কয়েকদিনের মধ্যে ফের জ্বরে কাবু হয়ে পড়ে। গত ১৯ ফেব্রুয়া তার শারীরিক অবস্থার অবনতি হলে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে শিশুর মৃত্যু হয়। পরিবারের দাবি, হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে অ্যাডোনা ভাইরাসের কথা উল্লেখ করা হয়েছে।
শনিবারও এই মারণ ভাইরাস নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। ওই নির্দেশিকায় স্পষ্ট, এই ব্যাপারে অভিভাবকদের আরও বেশি করে সতর্ক থাকতে হবে। এবং শিশুর উপর নজর রাখতে হবে।