বহু প্রতীক্ষার পর জোকা-তারাতলা রুটে চলছে মেট্রোর ট্রায়াল রান। খুব শীঘ্রই যা খুলে যাবে সাধারণের জন্য। কিন্তু এই রুটে রয়েছে 'ওয়ান লাইন ওয়ান মেট্রো সার্ভিস। ফলে নির্ধারিত মেট্রো মিস করলেই ফের আধঘন্টার অপেক্ষা। ফলে ওই রুটে যাত্রী হওয়া নিয়ে বেশ চিন্তায় মেট্রো কর্তৃপক্ষ।
আপাতত নিউ গড়িয়া-রুবি বা জোকা-তারাতলা, কোনও রুটেই নেই সিগনালিং সিস্টেম। তবে জোরকদমে চলছে ট্রায়াল রান। উর্দ্ধতন কর্তৃপক্ষের ছাড়পত্র মিললেই দুই রুটে চাকা গড়াবে মেট্রোর। তবে 'ওয়ান লাইন' রুটে যাত্রীসংখ্যাই ভাবাচ্ছে আধিকারিকদের।
জোকা-তারাতলা রুটে গড়ে সাড়ে ছ’কিলোমিটার দূরত্বে রয়েছে মোট ছটি স্টেশন। আপাতত ‘ওয়ান ট্রেন সার্ভিস’ দিয়ে শুরু হবে মেট্রো পরিষেবা। পরে যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে বাড়ানো হবে মেট্রো। এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।