হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে রহস্যজনক কাগজ উদ্ধার। কাগজে ছাপার অক্ষরে লেখা একাধিক সিরিয়াল নম্বর ও রোল নম্বরের মতো কিছু সংখ্যা। বেহালায় হৈমন্তীর ঘরের বাইরে থেকে শনিবার এই কাগজ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য। তদন্তকারীদের অনুমান এগুলি আসলে রোল নম্বর। আবর্জনার স্তূপে দুটি কাগজ উদ্ধার করা হয়েছে।
সাধারণত, চাকরির পরীক্ষায় ৯ ডিজিটের রোল নম্বর হয়। উদ্ধার হওয়া কাগজেও ৯টি নম্বর আছে। শুক্রবার ওই একই জায়গা থেকে একটি ছবির স্ক্রিপ্ট উদ্ধার হয়। কম্বল থেকে শুরু করে এখাধিক বাক্সও উদ্ধার হয়েছে। বিয়ের কার্ড, ফাইলও উদ্ধার হয়। কিছু শেয়ারের কাগজও পাওয়া গিয়েছে। সই রয়েছে হৈমন্তীর। ব্যবহার করা হয়েছে হৈমন্তীর পৈতৃক ঠিকানা।
কিছু কাগজে হৈমন্তীর বাবা সাধনগোপাল গঙ্গোপাধ্যায়ের নামও উল্লেখ রয়েছে। কাগজে লেখা আছে, ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। এসবের মাঝেই নম্বর লেখা কাগজ আছে।