সপ্তাহের প্রথম দিন। ভোরের কলকাতায় ঝড়ল রক্ত। ঘটনাস্থল এজেসি বোস রোড ফ্লাইওভার। গতির দৌরাত্মে জখম হলেন দু জন। তাঁদের ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, প্রায় দুমড়ে গিয়েছে দুটি গাড়ি। গোটা রাস্তায় ছড়িয়ে রয়েছে কাচের টুকরো। রাস্তা ঘিরে রেখেছে পুলিশ।
ঘড়ির কাঁটায় তখন সকাল ছটা। পুলিশ ট্রেনিং স্কুলের সামনে থেকে জনা কয়েক তথ্য-প্রযুক্তি কর্মীকে নিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি টাটা সুমো। পুলিশ জানিয়েছে, ফ্লাইভারের গতি মেনে নিজের লেন ধরেই গন্তব্যের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। বিপদ তৈরি হল উল্টো দিক থেকে একটি টাটা নেক্সন ওই একই লেনে ঢুকে পড়ার জেরে।
সজরো টাটা সুমোকে ধাক্কা মারে ওই গাড়িটি। তাতেই গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপের আকার নেই। খবর যায়, সামনের ট্রাফিক গার্ডে। পুলিশ এসে আহতদের উদ্ধার করে। কেন এবং কী কারণে ওই ছোটো গাড়ি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ফ্লাইওভারের একই লেনে চলে এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।