ফন্দিটা ভালই এঁটেছিলেন দুই ভাই। কিন্তু হিসেবের একটু গোলমালেই সব প্ল্যান ভেস্তে হাতেনাতে পাকড়াও হলেন এক ব্যক্তি। জিজ্ঞাসাবাদের পর তাঁর ভাইকেও গ্রেফতার করে গিরীশ পার্ক থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে নীতীশ রায় নামে এক ব্যক্তি মাথায় আঘাত নিয়ে সোনা লুঠের অভিযোগ জানাতে থানায় যান। তিনি দাবি করেন, তাঁকে আঘাত করে তাঁর থেকে সাতটি সোনার বার লুঠ করেছে দুষ্কৃতীরা। তাঁদের সোনার ব্যবসা। মালিকের বাড়ি ওড়িশায় বলেও দাবি করেন নীতীশ। কলকাতায় ব্যবসা দেখভাল করেন তিনি। অভিযোগ পাওয়ার পর নীতীশকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু এরপরই তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। তাতে সন্দেহ বাড়ে পুলিশের।
আরও পড়ুন- Nadia Suicide Case: সম্পর্কে ফাটল? বিবাহিতা প্রেমিকাকে খুন করে হরিণঘাটায় আত্মঘাতী প্রেমিক
লাগাতার জিজ্ঞাসাবাদের ভেঙে পড়েন ওই ব্যক্তি। পুলিশ জানতে পারে নীতীশ ও তাঁর ভাই নীতিনই লুট করেছেন। নিজেদের দিকে অভিযোগের আঙুল যাতে না ওঠে, সে কারণেই লুঠের গল্প ফাঁদেন তাঁরা। গ্রেফতার করা হয়েছে নীতীশ ও তাঁর ভাইকে। ধৃতদের বাড়ি দমদমের নয়াপট্টি এলাকায়। উদ্ধার হয় সোনার বারগুলিও। উদ্ধার হওয়া সাতটি সোনার বারের মধ্যে একটির ওজন ৭৪৩ গ্রাম। বাকিগুলির ওজন ১১৬ গ্রাম।