ফ্ল্যাটের ময়লা ফেলা নিয়ে ঝামেলার জের। কসবার বৈকুণ্ঠপুরে গুলি চলার অভিযোগ। মঙ্গলবার রাতের এই ঘটনায় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় একটি ক্লাবের সঙ্গে বচসা থেকে গুলি বলে জানতে পারা গিয়েছে।
দু রাউন্ড গুলি চলে ওই এলাকায়। যদিও এই ঘটনায় আহত হওয়ার কোনও খবর নেই। রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। ওই যুবকের কাছে বন্দুক এল কী ভাবে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার সকালেও এলাকায় পুলিশ রয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় ওই যুবকের পরিচয় বেশ সন্দেহজনক। কারণ, তাঁর গাড়িতে প্রেস ও পুলিশ দু ধরণের স্টিকার রয়েছে।