কালবৈশাখীর বিকেলে দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar)। রোয়িং (Rowing) করতে গিয়ে জলে ঢুবে প্রাণ হারাল দুই স্কুল পড়ুয়া (School Students)। দু জনেই সাউথ পয়েন্ট স্কুলের (South Point School) পড়ুয়া বলে জানা গিয়েছে। তাদের নাম পূষণ সাধুখাঁ এবং সৌরদীপ চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে রোয়িংয়ের অনুশীলন করার সময় জলে নেমেছিল দুই পড়ুয়া। এদিন ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝড় বয়েছে কলকাতার (Kolkata) উপর দিয়ে। সেই হাওয়াতেই উল্টে যায় তাদের নৌকা (Bot)। প্রাথমিক ভাবে উদ্ধার করে তাদের এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতের একজন কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তার ছেলে। খবর পেয়েই ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
জানা গিয়েছে, রবিবার স্কুল পর্যায়ে রোয়িংয়ের প্রতিযোগিতা হওয়া কথা। সেই কারণে এদিন অনুশীলনের জন্য সরোবরে নেমে ছিলেন ওই দুই পড়ুয়া। তাদের সঙ্গে ছিল বাকিরাও। মোট পাঁচটি বোট এদিন জলে ভাসানো হয়েছিল। প্রতিটি বোটে পাঁচ জন করে ছিল।
বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই কালবৈশাখীর ঝড় প্রায় ৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। আর সেই ঝড় সামলাতে না পেরে ৫টি বোটই উলটে যায়। কিন্তু সকলেই সাঁতরে উপরে উঠে এলেও দীর্ঘক্ষণ জলে নিখোঁজ ছিল ওই দুই ছাত্র- পূষণ সাধুখাঁ এবং সৌরদীপ চট্টোপাধ্যায়। দুজনেরই বয়স ১৪ বছর।