কলকাতায় বাস পরিষেবা চালু করল উবার৷ আপাতত প্রাথমিকভাবে তিনটি রুটে বাস সার্ভিস চালু করল উবার৷আপাতত তিনটি রুটে উবার এই পরিষেবা চালু করেছে। এই রুটগুলি হল রাণীকুঠি- নিউটাউন, জোকা- নিউটাউন এবং ব্যারাকপুর- সেক্টর ফাইভ রুট। অর্থাৎ দক্ষিণ কলকাতা, বেহালা এবং উত্তর শহরতলীর অফিস যাত্রীদের দারুণ সুবিধা হল।
ভাড়া খুব কম নয়, আবার অতিরিক্তও নয়৷ ট্যাক্সির চেয়ে অনেকটাই কম, তবে সাধারণ এসি বাসের চেয়ে বেশ খানিকটা বেশি। বসার জায়গা পাবেন সব যাত্রী। কাউকে দাঁড়িয়ে যেতে হবে না। অনলাইনে পে করা যাবে৷ উবার অ্যাপ থেকেই সিট বুক করা যাবে।
রাণীকুঠি থেকে নিউটাউনের বাস ভাড়া ২৯০ টাকা। রাণীকুঠির ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে বাস ছাড়বে। নিউটাউন পৌঁছাতে সময় লাগবে ঘণ্টাখানেক।
জোকার ডায়মন্ড পার্ক বাস স্ট্যান্ড থেকে নিউটাউনের আলিয়া ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে ১ ঘণ্টা ১০ মিনিট সময় লাগবে। ভাড়া ১৯৫ টাকা।
ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভে উইপ্রো পর্যন্ত যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৫০ মিনিট৷ ভাড়া ১৯৫ টাকা।