এবার শহর কলকাতায় বাস পরিষেবা দিতে চলেছে উবার। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এবিষয়ে রাজ্য সরকারের সঙ্গে একটি মৌ সাক্ষরিত হয়েছে। এ কথা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মূলত, অফিস যাত্রীদের জন্য ওই পরিষেবা চালু করা হবে। ২০২৪ সালের মার্চ মাস থেকেই পরিষেবা পেতে পারেন কলকাতাবাসী।
মোট ৬০টি রুটে পরিষেবা দেবে উবার। উবার অ্য়াপের মাধ্যমেই বাসের সিট বুকিং এবং পেমেন্ট করা যাবে। পাশাপাশি প্রতিটি বাসের লাইভ লোকেশন পর্যন্ত জানতে পারবেন ব্যবহারকারীরা। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত ওই পরিষেবা দেওয়া হবে।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিসেন উবার ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার ডিরেক্টর শিব শৈলেন্দ্রন। এরাজ্যে প্রায় ৫০ হাজার কর্মসংস্থানও তৈরি করবে উবার।