প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছিল ইউজিসি (UGC)। যে উত্তর পাঠানো হয়েছে, তা নিয়ে 'সন্তুষ্ট' না হওয়ায় ফের জবাব তলব করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মোট ১২টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। মূলত র্যাগিং ঠেকাতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই সম্পর্কে তথ্য ও সংশ্লিষ্ট নথি চেয়ে পাঠাল ইউজিসি।
আরও পড়ুন: যাদবপুরের ছাত্র মৃত্যুতে মুখ খুললেন হস্টেল সুপার, কী বললেন তিনি?
রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে লেখা চিঠিতে ইউজিসি জানিয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ে লাগাম পরাতে ২০০৯ সালে তারা কিছু নীতি চালু করেছে। সেই নীতির শর্ত মেনেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু প্রশ্ন করেছে তারা।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, র্যাগিং-এর বিরুদ্ধে আদৌ কোনও ব্যবস্থা নেওয়া হত কি না, তা জানতে চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে হস্টেলের তিন তলা থেকে পড়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, হস্টেলে র্যাগিং-এর শিকার হতে হয়েছিল ওই পড়ুয়াকে।