বন্ধ লেকটাউন-উল্টোটাঙা রুটের অটো চলাচল। দুর্গাপুজোর ছুটির পর সপ্তাহের প্রথম দিনেই এই রাস্তায় অটো বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।
সূত্রের খবর, অটোচালকদের মারধর করেছে একদল দুষ্কৃতী। তাঁদের অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনও রকম ব্যবস্থা নেয়নি পুলিশ। ফলে, চালকরা এর প্রতিবাদে লেকটাউন যশোহর রোড থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত অটোপরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কে, বা কারা মারধর করেছে সে বিষয়ে অটোচালকেরা মুখ খোলেননি।
এদিকে সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই নিত্যযাত্রীরা অফিস বা বিভিন্ন কাজে যাওয়ার জন্য আটো স্ট্যান্ডে ভিড় জমাতে শুরু করে। কিন্তু পরিষেবা বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েন তাঁরা। অন্যদিকে, বাসও কম চলার কারণে চূড়ান্ত হয়রানির শিকার হন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ইউনিয়ন চালকদের সঙ্গে কথা বললেও অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা অটো চালাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এমনকি ফাঁকা আটো নিয়ে স্ট্যান্ড ছাড়তেও দেখা যায় একাধিক আটো চালককে।
মহর্ষি ঘোষাল নামে এক নিত্যযাত্রী জানিয়েছেন, রোজ এই রুটের আটোতে যান তিনি। সময় মতো অটো পেয়েও যান। কিন্তু সোমবার প্রায় ৪০ মিনিট দাঁড়িয়েও কোনও অটো পাননি তিনি। কী হয়েছে সেই বিষয়েও অটো চালকরা কিছু জানাননি।