ঠিক পুজো শুরুর আগে মন ভেঙে যাওয়া খবর। এই খবর রাজ্য বিজেপির কর্তাদের কাছে। পুজোয় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকবেন। এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে ঠিক ছিল কলকাতায় এসে সন্তোষমিত্র স্কোয়ারের ঠাকুরের উদ্বোধন করবেন। তারপর শোনা গিয়েছিল, অষ্টমীর দিন কলকাতায় এসেছে বিজেপির পুজোতে অঞ্জলি দেবেন। কিন্তু পঞ্চমীর দিন বিকেলে স্পষ্ট হয়ে গেল, পুজোয় আসছেন না অমিত শাহ। স্বভাবতই হতাশ রাজ্য়ের গেরুয়া শিবির।
চলতি মাসের গোড়া থেকেই বঙ্গে শাহি-সফর নিয়ে একটা গুঞ্জন উঠেছিল। প্রথমে বঙ্গ বিজেপি নেতারা দাবি করেছিলেন শহরে এসে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে সল্টলেকে বিজেপির পুজোর উদ্বোধন করার কথা ছিল। পরে আবার দাবি করা হয়, না পুজোর উদ্বোধনে নয়, একেবারে কলকাতায় এসে অষ্টমীর অঞ্জলি দেবেন। সবকিছু মিলিয়ে যা দেখা গেল, তাতে এবার সল্টলেকে বিজেপির পুজোর উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
গত বিধানসভা নির্বাচনের আগে থেকে কলকাতায় পুজো শুরু করেছে বিজেপি। ভোটের আগে রাজ্যের গেরুয়া নেতাদের চাঙ্গা করতে প্রথমবার উদ্বোধনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, ভোট পরবর্তী বাংলায় বিজেপির হেভিওয়েট নেতাদের আসতে যেন একটু অনীহাই দেখা যাচ্ছে। বিশেষ করে পর পর নির্বাচনে রাজ্য বিজেপির ব্যর্থতাই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এরউপর নবান্ন অভিযান নিয়ে অনেক কিছু দাবি করলেও রাজনৈতিক মহলের দাবি, আশানুরূপ সাফল্য় আসেনি।
তবে, সরকারি সূত্রে দাবি, নভেম্বর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কমিটির বৈঠক করতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। নবান্নে হতে পারে ওই বৈঠক।