আগামী বছর লোকসভা ভোটের আগে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে এই সভা হবে। এই সভার জেরে বুধবার কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণের কথা জানিয়েছে কলকাতা পুলিশ।
লালবাজার জানিয়েছে, উত্তর কলকাতা থেকে যে গাড়ি ধর্মতলার দিকে আসবে সেগুলো সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বিনোদবিহাহী গাঙ্গুলি স্ট্রিট হয়ে দক্ষিণের দিকে পাঠানো হবে।
দক্ষিণ কলকাতা থেকে যে গাড়িগুলো উত্তর কলকাতা যাবে সেগুলোকে জহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পাঠানো হবে। এপিসি বোস রোড হয়ে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি চলবে। তবে ভিড়ের উপর নির্ভর করে গাড়ি অন্যপথে ঘোরানো হবে।
তবে জেলা থেকে এদিনের সভায় যোগ দিয়ে কত লোক আসছেন, সেই ব্যাপারে মঙ্গলবার রাত পর্যন্ত কিছু স্পষ্ট করতে পারেননি রাজ্য বিজেপির নেতারা। তাঁদের দাবি, বুধবারের সমাবেশ প্রায় লক্ষাধিক বিজেপি সমর্থক যোগ দেবেন।