রাজ্যের চার বছরের স্নাতক পাঠ্যক্রমে যে ছাড়পত্র দিয়েছিল শিক্ষা দফতর, সেই নীতি মেনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১৫৩টি কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক করেছে কর্তৃপক্ষ। কলেজের পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। বৈঠকে ঠিক হয়েছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক মেনে জুলাইয়ের শুরু থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চালু হবে এই পাঠক্রম।
শুক্রবার এই নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে স্নাতকে মাল্টিপল এন্ট্রি এক্সিট সুবিধা থাকছে। পড়ুয়ারা স্নাতকের কিছু বিষয়ে মেজর নিয়ে ভর্তি হওয়ার পর ৩ বছরে শেষ করলে পাওয়া যাবে মেজর গ্র্যাজুয়েট ডিগ্রি। ৪ বছরে কোর্স শেষ করলে হবে অনার্স গ্র্যাজুয়েচ ডিগ্রি। উচ্চশিক্ষার পরবর্তী ধাপে পড়ুয়ারা পাবে অনার্স ডিগ্রি বা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি।
চার বছরের এই পাঠক্রম সাত বছরের মধ্যেই শেষ করতে হবে। মোট ৮টি সেমেস্টারে ভাগ করা হবে পাঠক্রম। প্রতি সেমেস্টারের সময়সীমা ৬ মাস। এক বছর পড়লে, পাবেন সার্টিফিকেট। ২ বছর পড়লে ডিপ্লোমা, তিন বছরে ডিগ্রি পাবেন। চার বছর পড়াশোনা করলে, শেষ বছরে রিসার্চ থাকবে। তাঁদের সার্টিফিকেটে অনার্স উইথ রিসার্চ কথাটি উল্লেখ থাকবে।