কলকাতায় (Kolkata) আরও এক উঠতি মডেলের (Model) ঝুলন্ত দেহ উদ্ধার (Body recover)। পুলিশ (Police) সূত্রে খবর, তরুণীর নাম সরস্বতী দাস (Saraswati Das)। বয়স ১৮ বছর। পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হয়েছেন সরস্বতী। পল্লবী-বিদিশা-মঞ্জুষার পর সরস্বতী চতুর্থ মডেল যাঁর একমাসের মধ্যে মৃত্য়ু হল।
কসবার (Kasba) বেদিয়াডাঙা এলাকার বাসিন্দা সরস্বতী। পরিবার সূত্রে খবর, ছোটবেলায় বাবা (Father) তাদের ছেড়ে চলে যায়। মা (Mother) ও মাসির কাছে মানুষ হন সরস্বতী। তাঁর মা ও মাসি দু জনেই আয়ার কাজ করেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে গেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন এই উঠতি মডেল।
পরিবার সূত্রে খবর, মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সরস্বতী। ভবিষ্যতে অভিনয় জগতের তারকা হওয়ার স্বপ্ন দেখতেন। কানাঘুষো সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে এলেও পুলিশের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
পুলিশ সূত্রে খবর, মাধ্যমিকের পর আর পড়াশোনা করেননি সরস্বতী। বরং মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন। কখনও কখনও ফটোশুটও করতেন। পাশাপাশি, ছোট ছোট ছেলেমেয়েদের পড়ানোর কাজও করতেন তিনি। ভবিষ্যতে অভিনয় জগতের তারকা হওয়ার স্বপ্ন দেখতেন। সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে এলেও পুলিশের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। যদিও সরস্বতীর সঙ্গে কারওর সম্পর্ক রয়েছে তা স্বীকার করেনি তাঁর পরিবার। তাঁরা জানিয়েছেন, শনিবারও যথেষ্ট হাসিখুশি ছিলেন সরস্বতী। সকলের সঙ্গে কথাও বলেছিলেন। মাসির সঙ্গে ভিডিও কলেও কথা বলেছিলেন তিনি। তার পরেও কেন এই ঘটনা ঘটাল তা এখনও স্পষ্ট নয়, বলছে পরিবার।