শুক্রবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিল আপার প্রাইমারীর বঞ্চিত চাকরিপ্রার্থীরা। শহিদ মিনার থেকে অভিনব কায়দায় রাজভবন ডেপুটেশন দিতে যান তাঁরা। রীতিমতো হামাগুড়ি দিয়ে নিজেদের বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিপ্রার্থীরা। সেখান থেকে এভাবেই তাঁরা এগোতে চাইলে মিছিল আটকায় পুলিশ। ১৪৪ ধারা জারির কথা জানিয়ে বাধা দেন পুলিশ আধিকারিকরা। শেষপর্যন্ত পুলিশের গাড়িতেই ১১জন চাকরিপ্রার্থী রাজভবনে ডেপুটেশন জমা দিতে যান। উল্লেখ্য, শুক্রবার তাঁদের এই অবস্থান-বিক্ষোভ ৭৬৮ দিনে পা দিল।
চাকরিপ্রার্থীদের দাবি, দীর্ঘ কয়েকবছর ধরে সরকার তাঁদের নিয়োগ দিচ্ছে না। বারবার সরকারের কাছে আবেদন জানিয়েও লাভ হয়নি। ফলে এবার বিষয়টি নিয়ে তাঁরা রাজ্যের প্রশাসনিক প্রধানের দারস্থ হলেন বলেই খবর।