চাকরির দাবিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। কালীঘাটে মুখ্যমন্ত্রীর পাড়াতেই বিক্ষোভ শুরু করেন তাঁরা। যদিও পুলিশের কাছে আগে থেকে অনুমতি নেওয়া ছিল না বলেই জানা গিয়েছে। ফলে পুরো ঘটনায় হতচকিত পুলিশ।
বিক্ষোভকারী প্রত্যেকেই উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশ। বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
শুক্রবার দুপুর নাগাদ হঠাৎই চাকরি প্রার্থীরা পৌঁছে যান সেখানে। এবং তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁদের আটক করে। কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তিও হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার আশ্বাস দিলেও আপার প্রাইমারি স্তরে নিয়োগ করা হয়নি। অবিলম্বে তাঁদের নিয়োগের দাবি তুলেছেন তাঁরা।