পাঁচ দফায় উচ্চ-প্রাথমিকে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। ফলে আট বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে চাকরিপ্রার্থীদের জন্য। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর প্রথম দফায় কাউন্সেলিং হবে। চার তারিখ হবে দ্বিতীয় দফা। মাঝে পুজোর জন্য সাময়ির বিরতি থাকবে। এই দু দিন সল্টলেকে আচার্য ভবনে সকাল ১০টা থেকে শুরু হবে কাউন্সেলিং। আইনি জট কাটিয়ে গত বুধবারই উচ্চ-প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। এসএসসির তরফে জানানো হয়েছিল, মেধা তালিকা প্রকাশের এক মাসের মধ্যেই তারা কাউন্সেলিং সম্পন্ন করবে।
সেই মতো, শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে তিন ও চার অক্টোবরের পাশাপাশি বাকি তিন দফার তারিখও প্রকাশ করা হবে। ওই তিন দফায় কাউন্সেলিং হবে ২৪,২৮ ও ২৯ অক্টোবর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুজোর আগে প্রথম দু দিন ৫০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করা হবে। পুজোর পরের তিনদিন ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানো হবে।
গত ২৮ অগাস্ট কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, এক মাসের মধ্যে কাউন্সেলিং করে উচ্চ-প্রাথমিকে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। ২০১৪ সালের ৩০ জানুয়ারি প্রথম উচ্চ-প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরের বছর ১৬ অগাস্ট পরীক্ষা নেওয়া হয়েছিল। তারও এক বছর পর ১৪ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়েছিল। কিন্তু দুর্নীতির অভিযোগে পর পর দুবার বাতিল হয়েছিল প্যানেল।