কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধাতালিকা। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। যার ফলে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগে জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। তার পরেই বুধবার মেধাতালিকা প্রকাশ করল এসএসসি। কিন্তু বুধবার ১৩ হাজার ৯৫৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, আগেই স্কুল সার্ভিস কমিশন জানায়, ১৪০৫২ জন প্রার্থীর মধ্যে প্রায় ১০০ জনেরও বেশি এমন প্রার্থী রয়েছেন, যাঁদের ইন্টারভিউয়ের পর তথ্য গরমিলের জেরে নাম বাদ পড়ে। এছাড়া এমন অনেকে আছেন, যাদের অ্যাকাডেমিক স্কোরে সমস্যা ছিল। সার্টিফিকেটের সঙ্গে তাঁদের নম্বরও পাওয়া যায়নি। এদের মধ্যে এমন প্রার্থী ছিল, যারা নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর বিএড করেছেন। এমন প্রার্থীও আছেন, যারা প্রশিক্ষণ ও বয়ঃসীমা অতিক্রান্ত হয়েছে গিয়েছে। তাঁদের বাদ দিয়েই তালিকা প্রকাশ করা হয়েছে।
২০১৪ সালের ৩০ জানুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ২০১৫ সালের ১৬ অগাস্ট এই পরীক্ষা হয়। এর মধ্যে দুবার দুর্নীতির অভিযোগ দুবার মেধাতালিকা বাতিল করা হয়। অবশেষে তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হল বুধবার।