বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চ-প্রাথমিকের মেধা তালিকা। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানাল স্কুল সার্ভিস কমিশন। সোমবারই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে অশিক্ষক কর্মীদের জন্য। এদিনই উচ্চ-প্রাথমিকে নিয়োগের দাবিতে সল্টলেকে অভিযান করেন চাকরিপ্রার্থীরা। করুণাময়ী এলাকায় তাঁদের অভিযান আটকে দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি।
এই বছরের ২৮ অগাস্ট এক নির্দেশে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, এক মাসের মধ্যে ১৪ হাজারের বেশি শূন্যপদের জন্য মেধাতালিকা প্রকাশ করা যাবে। সেই প্রতিক্রিয়া রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পুজোর আগেই এই নিয়োগ হবে। সেই মতো সোমবার মেধাতালিকা প্রকাশ বিজ্ঞপ্তি জারি করা হল।
২০১৫ সাল থেকে আটকে রয়েছে উচ্চ-প্রাথমিকের নিয়োগ। আদালতের নির্দেশে বারবার ধাক্কা খেয়েছে নিয়োগ প্রক্রিয়া। একবার ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল কলকাতা হাই কোর্ট। তিন বছর পর ফের প্যানেল প্রকাশের অনুমতি দেওয়া হয়েছিল। তার পরেও মামলা হয়েছে। অবশেষে জট কেটে ২৮ অগাস্ট কলকাতা হাই কোর্টের একটি রায়ে।
এসবের মধ্যেও সোমবার সল্টলেকের করুণাময়ী সাক্ষী রইল চাকরিপ্রার্থীদের বিক্ষোভে। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের নির্দেশের পরেও প্যানেল প্রকাশে গড়িমসি করছে স্কুল সার্ভিস কমিশন। তাঁদের এই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।