RG কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহেই পদত্যাগ করলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশনের কলকাতা শাখার সহ-সভাপতি কৌশিক বিশ্বাস। IMA-র কলকাতা শাখার সভাপতিকে ইমেল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
কেন পদত্যাগ করলেন?
RG কর হাসপাতালে মহিলা চিকিৎসকককে ধর্ষণ ও খুন করা হয় ৯ অগাস্ট। অভিযোগ, তারপরেও নিষ্ক্রিয় ছিল IMA-র কলকাতা শাখা। কারো বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। সেই ঘটনার প্রতিবাদে পদত্যাগ করেছেন কৌশিক বিশ্বাস। তাঁর অভিযোগ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি IMA।
পদত্যাগপত্র জমা করার পর তিনি জানিয়েছেন, RG কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে IMA-কলকাতার ভূমিকা ছিল হতাশাজনক। সেই কারণেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর যুক্তি, IMA-র নিষ্ক্রিয় থাকার দায় এড়াতে পারছেন না তিনি।
আর কী অভিযোগ কৌশিক বিশ্বাসের?
শুধু RG কর কাণ্ড নয়, এর পাশাপাশি IMA-র ভিতরে কাজ করতেও সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন কৌশিক বিশ্বাস। তাঁর বক্তব্য, বর্তমানে IMA-র কলকাতা শাখা যাঁরা পরিচালনা করেন তাঁরা একটি বিশেষ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেই কারণে সঠিকভাবে কাজ করতে পারছিলেন না তিনি।
উল্লেখ্য, RG কর কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। অভিযোগ, ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের পাশাপাশি RG কর হাসপাতালের আর্থিক দুর্ণীতিকাণ্ডেও জড়িত রয়েছেন তিনি। CBI তদন্তভার নেওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারপর সন্দীপ ঘোষের IMA-র সদস্যপদ বাতিল করে দেওয়া হয়েছে।