সপ্তাহান্তে ঘূর্ণিঝড় রেমালের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে শহর কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বয়েছে ঝোড়ো হাওয়া। তাতেই বেশ খানিকটা ঘুরে গেছে ভিক্টোরিয়ার মাথার পরী।
শুক্র-শনি-রবিবার প্রায় দিনভরই কলকাতার আবহাওয়া ছিল মেঘলা সঙ্গে হাওয়া, সেই হাওয়ায় ঘুরেছে ভিক্টোরিয়ার রহস্যময়ী। দিনের বিভিন্ন সময়ে পরীর অবস্থান ফ্রেমবন্দি করে রেখেছিল ভিক্টোরিয়া কর্তৃপক্ষ, সেই ছবি সামনে আনা হয়েছে। ছবি থেকেই স্পষ্ট পরী দিব্যি ঘুরছে।
এই পরীর উচ্চতা প্রায় ৫ মিটার, মানে তিন মানুষ সমান উচ্চতা। ব্রোঞ্জের এই পরীর ওজন প্রায় ৩.৫ টন। একটা পূর্ণবয়স্ক হাতির ওজনের অর্ধেক। ২০০ ফুট উচ্চতার ভিক্টোরিয়ার মাথায় কীভাবে আজও ঘুরে চলেছে পরী! নাহ! সে প্রযুক্তির পেছনে অবশ্য কোনও রহস্য নেই, আছে ঘোর বিজ্ঞান।