১৩ ফেব্রুয়ারি, আগামী রবিবার বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-র ওপর যান চলাচল বন্ধ থাকবে ছ'ঘণ্টার জন্য। বুধবার এমনটাই জানানো হয়েছে সেতুর তদারকি সংস্থা এবং কলকাতা পুলিশের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্যই রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত উভয় দিকেই যান চলাচল বন্ধ থাকবে।
রবিবার ছুটির দিন তাই অপেক্ষাকৃত কম যানবাহন চলাচল করতে পারে, সেই কথা মাথায় রেখেই ওইদিনটি বেছে নেওয়া হয়েছে।
১। খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড, সেন্ট জর্জেস রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
২। এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া যানবাহনকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিঙের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তাতে যানবাহনগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে।
৩। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুগামী গাড়িকে ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
৪। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যে সব গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসবে, সেগুলিকেও হেস্টিংস ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
৫। কেপি রোড ধরে আসা গাড়িকে ওয়াই পয়েন্ট থেকে ফারলং রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।