এই অতিমারি পরিস্থিতিতে মাস্ক না পড়লেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। শুক্রবার দায়িত্ব পেয়েই একথা জানিয়ে দিলেন কলকাতা পুলিশের নতুন নগরপাল বিনীত গোয়েল(Vineet Goyal)। বৃহস্পতিবার কলকাতার নগরপাল হিসেবে তাঁর নাম ঘোষণা হলেও শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বিণীত গোয়েল।
রাজ্যের ক্রমবর্ধমান করোনা(Coronavirus) পরিস্থিতিতে বর্ষবরণের কথা মাথায় রেখে আগাম সতর্ক কলকাতা পুলিশ(KP)। বড়দিনের রাতেই পার্ক স্ট্রিটে(Park Street) যে বিপুল জনসমাগমের ছবি দেখা গিয়েছিল, তার পুনরাবৃত্তি হবে না বলে সাফ জানিয়েছেন কলকাতার নতুন নগরপাল।
আরও পড়ুন- Rajiv Kumar: রাজীব কুমারের পদোন্নতি, পাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি-র দায়িত্ব
জনসাধারণের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, নতুন বছরে সাধারণ মানুষ আনন্দ করুন। কিন্তু তা যেন কোনওভাবেই মাত্রাতিরিক্ত না হয়, তা খেয়াল রাখতে হবে। প্রত্যেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি নির্দিষ্ট করোনাবিধি(Covid Protocol) মেনে চললে পরিস্থিতি সামলানো সহজতর হবে বলেই বার্তা বিনীত গোয়েলের(Vineet Goyal)।