শনিবার শহরের বেশকিছু পুজোমণ্ডপ ঘুরে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পুজোর মরশুমে মূলত শহরের নিরাপত্তার কথা ভেবেই এই পরিদর্শন বলে জানান পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা নাগাদ প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পাড়ায় যান পুলিশ কমিশনার। দক্ষিণ কলকাতার অন্যতম পুজো একডালিয়া এভারগ্রিনের সামগ্রিক ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গেও।
আরও পড়ুন- Kavi Subhash- Rubi Metro: দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ চাকা গড়াবে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রোর
এরপর বিনীত গোয়েল সোজা চলে আসেন শহরের আরেক নামী পুজো মণ্ডপ চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণী মানেই ফিরহাদ হাকিমের পাড়ার পুজো। ফলে এই হেভিওয়েট পুজোর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য শনিবার মণ্ডপ পরিদর্শন করেন কলকাতার সিপি বিনীত গোয়েল।