কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন RG কর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত । তাঁর অভিযোগ, বিনীত গোয়েল তাঁকে ফাঁসিয়েছেন। এছাড়া আরও অনেক বড় অফিসার এর সঙ্গে জড়িত রয়েছেন বলেও দাবি তাঁর।
RG কর কাণ্ডের সাক্ষ্য গ্রহণ ও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার। সেই কারণে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল ধৃত অভিযুক্তকে। আদালত থেকে বেরিয়েই প্রিজন ভ্যানের ভিতর থেকেই বিস্ফোরক অভিযোগ করেন ধৃত সিভিক ভলান্টিয়ার। তিনি চিৎকার করে বলতে থাকেন, "আমাকে বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বড় বড় অফিসাররা ফাঁসিয়েছে।"
তিনি দাবি করেন, "বিনীত গোয়েল DC স্পেশাল আমাকে ফাঁসিয়েছে। আমি নাম বলে দিচ্ছি। ওরা সাজিশ করে ফাঁসিয়েছে। ওরা জানে কেন ফাঁসিয়েছে।"
RG কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে চার্জ গঠন করা হয়েছে। চার্জশিট পেশ করার ২৮ দিনের মাথায় ৩টি ধারায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে সিভিক ভলান্টিয়ারেরই নাম রয়েছে।