মাত্র ১৪৩ টাকায় এক বাসে দার্জিলিং। বর্ষা বলুন বা শরৎ, শীত বা গ্রীষ্ম বাঙালির পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং। দৈনিক প্রায় হাজার হাজার পর্যটক দার্জিলিং আসেন। পর্যটকদের সুবিধার্থেই বিশেষ বাসের ব্যবস্থা করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)।
দক্ষিণবঙ্গ থেকে দার্জিলিং যেতে হলে, ট্রেনে নামতে হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকেই রেন্ট কার বা অন্য পরিবহনে দার্জিলিং পৌঁছনো ছিল বেশ খরচ সাপেক্ষ। প্রায় দুই আড়াই হাজার টাকা খরচ হয়ে যায় , কিন্তু জলপাইগুড়ি থেকে এক বাসে দার্জিলিং পৌঁছতে খরচ হবে মাত্র ১৪৩ টাকা।
তবে যাত্রীদের সুবিধা করতে গিয়ে উল্টে লোকসানের মুখে NBSTC । জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাস চালুর শুরুটা বেশ ভালোই ছিল, যাত্রী সংখ্যাও হচ্ছিল। কিন্তু অচিরেই অবস্থা বেগতিক হয়ে পড়ে। এর আগেও জলপাইগুড়ি থেকে বীরপাড়া অথবা জলপাইগুড়ি থেকে সাতকুরা রুটে যাত্রীর অভাবে পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে। সেরকম পরিস্থিতি দার্জিলিং-এর ক্ষেত্রে না হলেও এভাবে চলতে থাকে ভবিষ্যৎ একই হতে পারে বলে আশঙ্কা।
সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য মাইকিং শুরু করা হয়েছে জলপাইগুড়ি ডিপোর তরফ থেকে। তবে যাত্রীদের জানাতে লিফলেট বিলিও চলছে।
কেউ কেউ বলছেন প্রচারের অভাবেই ভরাডুবির পথে NBSTC। নৈসর্গিক সৌন্দর্যের দেখতে দেখতে যেখানে দার্জিলিং যাওয়া যায় আরামে, সেখানে কেন যাত্রী হচ্ছে না তা নিয়েই চিন্তায় পরিবহন দফতর। এর জেরে প্রচারে জোর দিয়েছে NBSTC।