শহরে এখন চলছে একটাই উৎসব, ২৯ তম কলকাতা চলচ্চিত্র (KIFF 2023) উৎসব। ৫ডিসেম্বর, মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল সিনেমার এই মহাযজ্ঞ। কিন্তু অনেকেই ফিল্ম ফেস্টের টিকিট পান না, বা নন্দনের লম্বা লাইন ঠেলার মতো ধৈর্য থাকে না। তাহলে তাঁরা কি বাদ পড়বেন?
Anil Kapoor: বারবার চেষ্টা করেও তরুণ মজুমদার, মৃণাল সেনদের ছবিতে জায়গা হয়নি, কলকাতায় এসে আক্ষেপ অনিলের
উপায় আছে, ফিল্ম ফেস্টের সিনেমা আপনি চাইলেই দেখতে পারেন শহরের একাধিক মাল্টিপ্লেক্সে। ৬ থেকে ১২ ডিসেম্বর অবধি টান আটদিন ধরে তিলোত্তমার ২৩টি সিনেমা হলে প্রদর্শিত হতে চলেছে ৩৯টি দেশের ২১৯টি ছবি। রাধা, নবীন , সাউথ সিটি, নজরুল তীর্থ ১ ও ২, নন্দন , শিশির মঞ্চ এমন কী যে সম মাল্টিপ্লেক্সে চলচ্চিত্র উৎসবের ছবি প্রদর্শিত হবে, সেখানে ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ-এর ভিত্তিতে ফ্রি পাস দেওয়া হবে, প্রতিদিন, প্রতি শোয়ের আগেই। যে কেউ পাস সংগ্রহ করে সিনেমা দেখতে পারবেন নিখরচায়।