মাটি খুঁড়তেই জল! বৌবাজার মেট্রো টানেলে রাত থেকেই হুলুস্থুল। মাটি খুঁড়তে খুঁড়তে জলস্তরের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ায় প্রবল বেগে বেরিয়ে আসছে জল, যা কিছুতেই নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না৷ মেট্রোর নির্মাণ সংস্থা কেএমআরসিএল (KMRCL) সূত্রে খবর, প্রতি মিনিটে বেরিয়ে আসছে ২০০ লিটার জল, যা নিয়ন্ত্রণ করা হয়ে কঠিন হয়ে পড়ছে। তবে এই বিপত্তি কাটিয়ে শনিবার থেকেই মেট্রোর নির্মাণ কাজ চলবে বলে জানিয়েছে KMRCL।
KMRCL এও জানিয়েছে এই মুহুর্তে জল আটকানো প্রায় অসম্ভব৷ চলছে গ্রাউটিংয়ের কাজ। গ্রাউটিং-এ ব্যবহার করা হচ্ছে পলিইউথিরিন নামের এক রাসায়নিক, যা জল শুষে নেয়৷ তবে এক্ষেত্রে জলের তোড় এতোই যে তা পলিইউথিরিন দিয়েও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না৷
এই অত্যাধিক খোঁড়াখুঁড়ির জেরে বিপদে মেট্রো সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারাও। অভিযোগ একাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল। প্রায় ১০ টি বাড়ি খালি করে, ১৩৬ জনকে রাখা হয়েছে ৫ টি হোটেলে। একেরপর এক বাড়ি থেকে ক্রমাগত আসছে ফাটলের অভিযোগ। এমন আরও ৩৫টি বাড়ি খালি করা হবে প্রশাসনের তরফে, তবুও কাজ চলবে বলেই জানিয়েছে KMRCL।