দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় আগামী শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে আগাম বিজ্ঞপ্তি দিয়ে এ-কথা জানানো হয়েছে।
গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পে সবথেকে বড় দৈর্ঘ্যের পাইপের ত্রুটি মেরামতের কাজ হবে শনিবার৷ সেই সঙ্গে শহরের বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনও মেরামত করা হবে বলে জানিয়েছে কলকাতা পুরনিগম। সেই কারণে আগামী ২১ জানুয়ারি, শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে জল সরবরাহ হবে না। এর ফলে আগাম প্রস্তুতি নিয়ে না রাখলে সমস্যায় পড়তে পারেন বাসিন্দারা।
Eken Babu author dies: স্রষ্টার জীবনও শেষ হল রহস্য, মৃত্যু সংবাদ শুনে বিধ্বস্ত পর্দার 'একেন'
কোন কোন এলাকার মানুষ জল পাবেন না তা জানিয়ে দিয়েছে পুরসভা। বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রোণী, সেনাপল্লী, লালকা, পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে জানানো হয়েছে। কলকাতা পুরসভার ৮ থেকে ১৪ নম্বর বরোর সবকটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার রাত পর্যন্ত পুরসভার জল পাবেন না।
জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় জানিয়েছেন, রবিবার, ২২ জানুয়ারি থেকেই আবার জল সরবরাহ স্বাভাবিক হবে।