রেমালের তাণ্ডবে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা। রবিবার থেকে রাতভর বৃষ্টিতে ব্যাহত কলকাতার মেট্রো পরিষেবাও। সোমবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল মেট্রো চলাচল। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাক জলমগ্ন হয়ে পড়েছিল প্রবল বৃষ্টিতে।
এর জেরে সকাল ৭টা ৫১ মিনিট থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল মেট্রো চলাচল। গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত আপ এবং ডাউনে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল প্রায় সোয়া ৪ ঘণ্টা। এর জেরে, সাত সকালে বেজায় হয়রানির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। অবশেষে স্বাভাবিক মেট্রো চলাচল।
মেট্রো সূত্রে খবর, টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচলকরছিল। দ্রুত ট্র্যাক থেকে জল সরানোর কাজ শুরু করা হয়েছিল মেট্রো রেলের তরফে। স্টেশনে স্টেশনে উপস্থিত রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা।