ওয়াটগঞ্জ কাণ্ডের জট ছাড়াচ্ছে পুলিশ। ইতিমধ্যেই তিনটি কালো প্লাস্টিকের ব্যাগে মিলেছে মৃত দুর্গা সরখেলের খণ্ড খণ্ড দেহ। কিন্তু এখনও মেলেনি মৃতার পায়ের পাতা এবং বুকের নীচের অংশ। কোথায় রয়েছে দুর্গার শরীরের বাকি অংশ?
সেই সব উত্তরের খোঁজ পেতেই মৃতার ভাসুর নীলাঞ্জন সরখেলকে হেফাজতে চেয়েছিল কলকাতা পুলিশ। সেই মতোই বৃহস্পতিবার ধৃতকে ১২ দিনের পুলিশি হেফাজত দিল আদালত। ফলে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতেই রাখা হবে ধৃতকে। যদিও পুলিশের দাবি, তদন্তকারীদের সঙ্গে একেবারেই সহযোগিতা করতে চাইছেন না ধৃত নীলাঞ্জন।
আরও পড়ুন - ওয়াটগঞ্জে মহিলা খুনের ঘটনায় গ্রেফতার ভাসুর, পলাতক স্বামী
ইতিমধ্যেই মৃতার কাটা মুন্ডু, পা এবং বুকের অংশ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কলকাতা পুলিশ।