২৪ শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা। ওই অনুষ্ঠান নিয়ে এখনই সম্মতি দিলেন না বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে সন্তুষ্ট নন রাজ্যপাল। সেকারণে সমাবর্তন নিয়ে বৈঠকের অনুমতি দেননি।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সম্মতি দেয়নি রাজ্য সরকারও। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অন্তর্বর্তীকালীন উপাচার্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। সেই মতো বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ সমাবর্তন নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে ছাত্র মৃত্যুর পর রাজ্যপালের নির্দেশ ছিল অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। কিন্তু সূত্রের খবর ঘটনার পর কয়েক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সেকারণেই রাজ্যপাল বোস এখনই সম্মতি দেননি।